
বুধবার ১ নং সিমনা বিধানসভার রুব্রী তুইসা এডিসি ভিলেজ এলাকায় বিজেপির এক সভা অনুষ্ঠিত হয়। সিমনার বিজেপির ২০২৩ এর বিজিত প্রার্থী বিনোদ দেব্বর্মার নেতৃত্বে এই সভা অনুষ্ঠিত হয়।এবং সভা শেষে সন্ধ্যায় ওই এলাকার বিজেপি নেতা অরুণ দেব্বর্মার বাড়িতে আক্রমণ করে দুষ্কৃতীরা এতে অরুণ দেব্বর্মা সহ তার ছেলে আহত হয়।রক্তাক্ত অবস্থায় অরুণ দেব্বর্মাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।অভিযোগ তিপ্রা মথা দল আশ্রিত দুষ্কৃতীদের উপর।বলা বাহুল্য বৃহস্পতিবার লেফুঙ্গায় ১৭ টি ভিসি কে নিয়ে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে তিপ্রা মথা দলের উদ্যোগে এর আগে এই আক্রমণের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।