
Apr 14, 2025
সোমবার কণিকা নাথ ভৌমিক নামে এক মহিলাকে আটক করলেন পূর্ব আগরতলা থানার পুলিশ । থানার ওসি রানা চ্যাটার্জী জানিয়েছেন গত ১২ ০৯-২০২৪ সালে ত্রিপুরা হাইকোর্ট থেকে একটি গ্রেফতার পরোয়ানা ছিল কণিকা নাথ ভৌমিকের বিরুদ্ধে। তখন পুলিশের একটি টিম কলকাতায় গিয়ে কনিকা নাথ ভৌমিক কে গ্রেফতার করতে পারেনি। এই আদেশ মূলে আজ পূর্ব আগরতলা থানার পুলিশ কনিকা নাথ ভৌমিককে আটক করেন এবং কোর্টে সোপর্দ করা হয়।