ত্রিপুরা খবর
img

নাবালিকা ধর্ষণকাণ্ডে মাঠে নামলো মহিলা মোর্চার নেত্রীরা

নাবালিকা ধর্ষণকাণ্ডে মাঠে নামলো মহিলা মোর্চার নেত্রীরা। বিধায়ক ইসলাম উদ্দিনের ভাতিজা ও তার সাগরেদ কর্তৃক চৌদ্দ বছরের নাবালিকা ধর্ষণের বিচার ও উপযুক্ত শাস্তি চাইলো মহিলা মোর্চা। এই ধর্ষণের ঘটনাটি সংঘটিত হয়েছিল গত শনিবার উত্তর ত্রিপুরা জেলার ত্রিপুরা-অসম সীমান্তের কদমতলা থানা এলাকার কুর্তি গ্ৰামে।
বিধায়কের ভাতিজা কর্তৃক চৌদ্দ বছরের  নাবালিকা ধর্ষণকাণ্ডে  মাঠে নামলো মহিলা মোর্চা ।প্রসঙ্গত,গত শনিবার রাত আটটা নাগাদ সপ্তম শ্রেণীতে পড়ুয়া চৌদ্দ বছরের এক নাবালিকা পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যাবার সময় মাঝ রাস্তায় তাকে বলপূর্বক তুলে নিয়ে কুর্তি মাদ্রাসার নব নির্মিত হোস্টেলে একাধিকবার ধর্ষণ করে কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের সিপিআই (এম) দলের বিধায়ক ইসলাম উদ্দিনের ভাতিজা ইমরান হোসেন (৩৫,পিতা হাবিবুর রহমান) ও তার সাগরেদ ষোল বছরের অপর এক নাবালক।উভয়ের বাড়িই কদমতলা থানাধীন কুর্তি গ্রাম পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডের ঢেউ বাড়ি এলাকায়।পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ অভিযুক্ত ইমরানকে গ্রেফতার করলেও অপর অভিযুক্ত ষোল বছরের নাবালক পালিয়ে যেতে সক্ষম হয়। পরে নির্যাতিতার তরফে এদিন রাতেই কদমতলা থানায় একটি গন ধর্ষনের মামলা দায়ের করা হয়।লিখিত অভিযোগ হাতে ভারতীয় ন্যায় সংহিতার ৬ অফ পক্সো ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।রবিবার সকালে ধৃত বিধায়কের ভাতিজাকে জেলা ও দায়রা আদালতে সোপর্দ করলে মাননীয় বিচারক আগামী আটাশ তারিখ পর্যন্ত তাকে জেল হাজতের নির্দেশ দেন।পাশপাশি পলাতক নাবালকের বাবাকে থানায় এনে নাবালকের খোঁজে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ।এদিকে রবিবার রাতে কদমতলা থানা ও নির্যাতিতা নাবালিকার বাড়িতে যান বিজেপি মহিলা মোর্চার উত্তর জেলার এক প্রতিনিধি দল।প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মহিলা মোর্চার জেলা‌ সভানেত্রী রুপালি অধিকারী সহ অন্যান্যরা। তিনি নির্যাতিতা নাবালিকা ও তার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি সহ গোটা ঘটনার সুষ্ঠ তদন্তক্রমে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেন।