ত্রিপুরা খবর
img

ওয়াকফ বিলের সমর্থনে ধন্যবাদ জ্ঞাপন।

বাংলার শুভ নববর্ষে বাঙালির পাতে ইলিশ হবে না তা কি হয় ?ইলিশ প্রিয় বাঙ্গালীর কথা চিন্তা করে আগরতলা বাজারে চলে এসেছে রুপালি ইলিশ । নববর্ষে রাজধানী আগরতলা শহরে মাছ ব্যবসায়ীরা নিয়ে এসেছে  বাজারে কাঁচা ইলিশ মাছ। মাছ  ব্যবসায়ীরা জানিয়েছে এবার ইলিশ মাছের দাম ও রয়েছে একেবারে সুলভ মূল্যে। তবে এই নববর্ষে  আগরতলা শহরের নিম্ন মধ্যবিত্ত   লোকেদের  পাতে ইলিশ পড়বে বলে জানান। কারণ এক কেজি ৩০০ বা ৪০০ গ্রাম মাছের দাম ২০০০ থেকে ২২০০  টাকা ।১ কেজি ৩০০ বা আড়াইশো গ্রাম মাছের দাম ১৬০০ টাকা ,আর ৮০০ বা ৬০০ গ্ৰাম ওজনের  ইলিশ মাছের দাম হাজার টাকা ।  এবারের মাছ কিছু পদ্মার ও রয়েছে। মাছের গুনাগুন সঠিক, দামও সস্তা ফলে  নববর্ষে সবাই কব্জি ডুবিয়ে ইলিশ খেতে পারবে বলে অভিমত মাছ ব্যবসায়িদের।