
গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার অফিসার তপন দেবনাথের নেতৃত্বে টিএসআর এবং পুলিশ নিয়ে মধুপুর বাজার চৌমুহনী এলাকায় সুরজ রায় ওরফে শানুর বাড়িতে হানা দিয়ে ১৩৫ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী মদ এবং বিয়ার উদ্ধার করতে সক্ষম হয়। পরবর্তী সময়ে সুরজ রায় ওরফে শানুকে গ্রেফতার করে নিয়ে যায় মধুপুর থানার পুলিশ। একই দিনে একই সময়ে মধুপুর বাজারটিলা এলাকায় খারিজ মিয়ার বাড়িতে হানা দিয়ে ১১৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করতে সক্ষম হয়। যদিও মদ বেপারী হারেজ মিয়া পুলিশের আচ পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। মদ গুলির বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকার অধিক হবে বলে জানান থানার অফিসার তপন দেবনাথ। পরে সূরজ রায় কে মধুপুর থানায় নিয়ে এসে তার বিরুদ্ধে একটি মামলা হাতে নিয়ে তদন্ত চালাচ্ছে বলে জানায় পুলিশ। অন্যদিকে গত এক মাসে মধুপুর থানা পুলিশ পরপর ছয়টি অভিযান চালিয়ে দেড় লক্ষ টাকার অধিক বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্ধার করেছে। তবে আগামী দিনেও পুলিশের এই অভিযান জারি থাকবে বলে জানান মধুপুর থানার অফিসার।