
সোমবার সংবিধান প্রণেতা ভারতরত্ন ডঃ বি আর আম্বেদকরের ১৩৫ তম জন্মদিন পালন করা হয় আগরতলা কংগ্রেস ভবনে । উপস্থিত ছিলেন সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ। আশীষ কুমার সাহা বলেন, ভারতরত্ন ডক্টর ভীমরাও আম্বেদকর শুধুমাত্র সংবিধান প্রণেতাই নয়, তিনি একজন অর্থনীতিবিদ , সমাজ সংস্কারক, রাজনীতিবিদ হিসেবে এবং উনার সময় সাময়িক পাণ্ডিত্যের অধিকারী হিসেবে বিশ্বখ্যাত ছিলেন। ডক্টর বি আর আম্বেদকর জাত, বর্ণ এবং সাম্প্রদায়িক যে শ্রেণী লড়াই তার অন্যতম পুরোধা ছিলেন। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সমস্ত বিভাগ ডক্টর বি আর আম্বেদকরের জন্ম জয়ন্তীতে উনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। আশীষ কুমার সাহা আরো বলেন, ভারতবর্ষের মানুষের যে গণতান্ত্রিক অধিকার এ সংবিধানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করার যে পদক্ষেপ নিয়েছিলেন বর্তমানে সংবিধান নানাভাবে ক্ষতবিক্ষত হচ্ছে। ডঃ বি আর আম্বেদকরের যে স্বপ্ন শ্রেণী প্রথা বিলোপ করা, সবাইকে সবসময় মর্যাদা দেওয়া । সংবিধানকে বাঁচিয়ে রাখতে যে সংরক্ষণ প্রথা এটা যাতে বিলুপ্ত না হয় এবং জাতিগত ভেদাভেদের যে মানুসিকতা দূর করার জন্য ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সবসময় সংগ্রাম চালিয়ে যাবে।