
রবিবার গভীর রাতে বিশালগড় রঘুনাথপুর এলাকায় হঠাৎ করে এলাকাবাসী দেখতে পায় বিরল প্রজাতির প্রাণীর সাথে পাড়ার একাধিক কুকুরের সংঘর্ষ হয়। মুহূর্তের মধ্যে সেই বিরল প্রজাতির প্রাণী যার নাম পাম্প ক্রিয়েট মানুষের বাড়ি করে প্রবেশ করছে। হঠাৎ করে চিৎকার শুরু হয় ঘোটা এলাকায়। পাম্প ক্রিয়েট প্রজাতির প্রাণীটি অনেকটাই দেখতে কুকুরের মত হিংস্র প্রাণী। বাধ্য হয়ে এলাকাবাসী একত্রিত হয়ে হিংস্র পাম্প ক্রিয়েট প্রজাতির প্রাণীটিকে আটক করে খবর দেয় সিপাহীজলা অভয়ারণ্য। বন কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে রঘুনাথপুর এলাকায় এলাকাবাসীর হাতে আটক বিরল প্রজাতির প্রাণীটিকে উদ্ধার করে সিপাহীজলা অভয়ারণ্যে নিয়ে যায়। তবে একাংশদের অভিমত সিপাহীজলা অভয়ারণ্যের বনাঞ্চলে প্রতিনিয়ত অগ্নিকাণ্ড এবং খাদ্যের অভাবে এ সমস্ত প্রাণীগুলি লোকালয়ে চলে আসছে। চড়িলাম এলাকায় প্রতিনিয়ত মানুষের বাড়িঘর থেকে উদ্ধার হয়েছে একাধিক অজগর সাপ। মানুষের বাড়ি ঘরের গৃহপালিত হাঁস-মুরগী খেয়ে ফেলছে এই অজগর সাপ। অন্যদিকে বানরের তাণ্ডবে অতিষ্ঠ সিপাহীজলা জেলার বিভিন্ন এলাকার মানুষ।