
বুধবার রবীন্দ্রভবনে এন পিসি ত্রিপুরা চ্যাম্পিয়নশিপ এর উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় । এন পিসি ত্রিপুরা চ্যাম্পিয়নশিপের কর্মকর্তা আলাপন চক্রবর্তী বলেন, এই প্রথমবারের মতন আগামী ১৩ ই এপ্রিল ত্রিপুরায় রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হবে এন পিসি ত্রিপুরা চ্যাম্পিয়নশিপ ২০২৫ । ছয়টি ক্যাটাগরিতে এই কম্পিটিশন হবে । ত্রিপুরা থেকে মোট ৫০ জন ছেলে মেয়ে অংশগ্রহণ করবে । যারা জয়ী হবে তাদেরকে ট্রফি দেওয়া হবে, ইন্ডিয়া লেভেল প্রচার করা হবে ,এমনকি ইচ্ছুকদের অলিম্পিয়ান স্টেইজ এ যাওয়ার জন্য প্রোকার্ড মিলবে। এতে বাইরে থেকেও মহিলারা অংশগ্রহণ করে ত্রিপুরা মহিলাদের অনুপ্রাণিত করবে । অল ত্রিপুরা বডি বিল্ডারস অ্যাসোসিয়েশন এই ব্যাপারে সাহায্য করবেন বলে জানিয়েছেন ।সর্বশেষে সবাইকে আগামী ১৩ তারিখ ১১ টার সময় রবীন্দ্রভবনে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান এনপিসি ত্রিপুরা চ্যাম্পিয়নশিপের কর্মকর্তা আলাপন চক্রবর্তী ।