
Nov 20, 2024
নিজস্ব প্রতিনিধি:-করিমগঞ্জ জেলার নাম পাল্টে ‘শ্রীভূমি’ রাখার সিদ্ধান্ত নিল অসম মন্ত্রিসভা। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পরে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা জানান, করিমগঞ্জ নামের কোনও আভিধানিক অর্থ নেই। তাই তাঁরা নতুন নামের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের শরণ নিয়েছেন। ১৯১৯ সালে করিমগঞ্জ হয়ে সিলেটে যান রবীন্দ্রনাথ।অবিভক্ত সিলেট জেলার মধ্যে শুধু করিমগঞ্জই দেশভাগের পরে ভারতে যুক্ত হয়। হেমন্তের যুক্তি, করিমগঞ্জ নামের কোনও ঐতিহাসিক প্রতিনিধিত্ব নেই। কিন্তু শ্রীভূমির সঙ্গে ইতিহাস, অভিধান, রবীন্দ্র-স্মৃতি, সবই জড়িয়ে রয়েছে। তাই শীঘ্রই এই নাম বদল সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে।