দেশ
img

অশান্ত মণিপুরে ফের জারি কারফিউ।

নিজস্ব প্রতিনিধি:- আবারও অশান্ত মণিপুর। রাজ্যে দু'দিনে মেইতেই সম্প্রদায়ের ছ'জনের দেহ উদ্ধারের পর ফের বিক্ষোভে উত্তাল একাধিক জেলা। এর জেরেই শনিবার ইম্ফলে জারি করা হল কারফিউ। সাত জেলায় বন্ধ করা হল ইন্টারনেট পরিষেবা। সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার রাতে অসম-মণিপুর সীমানার জিরি নদীতে এক মহিলা ও দুই শিশুকন্যার মৃতদেহ ভাসতে দেখা যায়। জিরিঘাট এলাকায় জিরি ও বরাক নদীর সংযোগস্থল থেকে দেহগুলি উদ্ধার করে নিরাপত্তা বাহিনী। রাতেই দেহগুলি শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর শনিবার আরও দুই মহিলা ও এক শিশুর দেহ উদ্ধার করা হয়েছে। দু'দিন ছ'জনের দেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ, ছ'জনেই মেইতেই সম্প্রদায়ের। ত্রাণশিবির থেকে তাদের অপহরণ করেছিল সশস্ত্র কুকি-মার জঙ্গিরা। এরপর তাদের খুন করা হয়েছে।