Nov 09, 2024
নিজস্ব প্রতিনিধি:- ভোট হচ্ছে মহারাষ্ট্রে। অথচ, মারাঠা ভূমিতে আজ প্রথম বার ভোট প্রচারে গিয়ে প্রচারের বিষয়বস্তু হিসেবে মূলত জম্মু-কাশ্মীর প্রসঙ্গে সরব হলেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, জম্মু-কাশ্মীরে ইন্ডিয়া মঞ্চ পাকিস্তানের ইশারায় যতই বিশেষ মর্যাদা ফিরিয়ে আনার চেষ্টা করুক না, তিনি ও তাঁর দল ক্ষমতায় থাকা পর্যন্ত তা কোনও ভাবেই সম্ভব হবে না। অন্য দিকে, সংবিধানের জনক তথা মহারাষ্ট্রের ভূমিপুত্র বি আর অম্বেডকরের লেখা সংবিধানকে জম্মু-কাশ্মীরে ইন্ডিয়া মঞ্চ বাতিলের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে রাজ্যের মানুষের আবেগকে উস্কে দেওয়ার কৌশল নেন মোদী।