
নিজস্ব প্রতিনিধি:- জানা যায় প্রীতি ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে লংতরাই গুড়া মশালা ২০ অভারে ১০ উইকেট হারিয়ে ১৩৮ রান করে।
লংতরাই এর হয়ে ম্যাচে সর্বোচ্চ রান করে, অভিষেক ২৩ রান ও রুপেস করে ১৯ রান।
বোলিং এর প্রেস ক্লাবের হয়ে জাকির হোসেন ৩ টি উইকেট তুলে নেওয়ার পাশাপাশি অভিষেক দে, প্রসেনজিৎ সাহা ও বিশ্বজিৎ দেবনাথ সকলে ২ টি করে উইকেট তুলে নেয়।
১৩৯ রানের জয়ের লক্ষ্য কে তাড়া করতে নেমে আগরতলা প্রেস ক্লাব ১৯ অভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।
ম্যাচে প্রেস ক্লাবের হয়ে সর্বোচ্চ রান করে বিশ্বজিৎ দেবনাথ ৪০ রান।
বীপরিতে বোলিং এ লংতরাই এর হয়ে রুপেস ৩ টি উইকেট তুলে নেয়।
ম্যাচ শেষে চ্যাষ্পিয়ন দল, রার্নাস দল সহ ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয় প্রেস ক্লাবের ক্রিকেটার বিশ্বজিৎ দেবনাথ এর হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা।