স্বাস্থ্য
img

কোলেস্টেরল এক ধাক্কায় কমবে ৭০ শতাংশ

সেল রিপোর্ট জার্নালে প্রকাশিত একটি গবেষণা থেকে জানা গিয়েছে ওই ওষুধের নাম PCSK9। এই ওষুধটি রক্ত থেকে অতিরিক্ত কোলেস্টেরল বের করে নিতে সাহায্য করে। আমেরিকার যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি হসপিটালস (ইউএইচ) এবং কেস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনে পরিচালিত ওই গবেষণায় গবেষকরা PCSK9-এর অণুগুলো পরীক্ষা করেন। সেখানেই দেখা গিয়েছে, ওই ওষুধে কোলেস্টেরলের মাত্রা এক ধাক্কায় ৭০ শতাংশ কমে গিয়েছে।কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। কোলেস্টেরল হল মোম জাতীয় পদার্থ। রক্ত ধমনীর দেওয়ালে যখন খারাপ কোলেস্টেরল জমতে থাকে তখন শরীরে নানা ধরনের উপসর্গ প্রকাশ পায়। পাশাপাশি এই খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে স্ট্রোক, হার্ট অ্যাটাকের ঝুঁকিও বেড়ে যায়। পশ্চিমী বিশ্বে কোলেস্টেরল মৃত্যুর অন্যতম প্রধান কারণ।তবে সুস্বাস্থ্য বজায় রাখতে গেলে শুধু ওষুধের উপর নির্ভর করে থাকলে চলবে না। কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখতে গেলে খাওয়া-দাওয়ার উপরও বিশেষভাবে যত্ন নিতে হয়।