স্বাস্থ্য
img

মাড়িতে ব্যথা, মাড়ি দিয়ে রক্তপাত, দাঁতে ব্যথা এই সমস্যাগুলো মানুষের মধ্যে খুব সাধারণ হয়ে উঠেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার করা সমীক্ষা অনুযায়ী, বিশ্বে জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশ মানুষ দাঁতের ক্ষয়, মাড়ির সমস্যা এবং অন্যান্য মুখগহ্বরের সমস্যায় ভুগছে। বিশ্বজুড়ে প্রায় ৩৫০ কোটি মানুষের মুখগহ্বরে নানা সমস্যা রয়েছে।কিন্তু হঠাৎ করে কেন বেড়ে চলেছে মানুষের মধ্যে মুখগহ্বরের সমস্যা? এই প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই সমীক্ষা স্পষ্ট ইঙ্গিত দেয় যে মানুষের মধ্যে মুখের সমস্যা প্রতিরোধ করার এবং চিকিৎসার সুযোগ নেই। মুখগহ্বরের সমস্যার সবচেয়ে সাধারণ রোগ হল ডেন্টাল ক্যারিস, দাঁতের ক্ষয়, মাড়ির মারাত্মক রোগ, দাঁতের ক্ষতি এবং মুখের ক্যান্সার। মাড়ির সমস্যাও রয়েছে। মাড়িতে ব্যথা, মাড়ি দিয়ে রক্তপাত, দাঁতে ব্যথা এই সমস্যাগুলো মানুষের মধ্যে খুব সাধারণ হয়ে উঠেছে। বিশ্বের আজ ১০০ কোটি মানুষ এই সমস্যায় ভুগছেন। পাশাপাশি প্রতি বছর প্রায় ৩,৮০,০০ মানুষ নতুন করে মুখের ক্যানসারে আক্রান্ত হয়।অতিরিক্ত পরিমাণে চিনি খাওয়া, তামাক সেবন, মাত্রাতিরিক্ত অ্যালকোহলের ব্যবহার মূলত এই ধরনের সমস্যা বাড়িয়ে তুলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, মানুষের মধ্যে মুখগহ্বরের স্বাস্থ্য নিয়ে সচেতনতা গড়ে তোলা। মানুষ যাতে চিকিৎসা গ্রহণ করতে পারে তার চেষ্টা করা।