
Aug 11, 2025
ওয়কেন্ড ডু এইট এডভানচার ও কন্যা কথা সমাজিক সংস্থার যৌথ উদ্যোগে সোমবার আগরতলা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ত্রিপুরার প্রথম নারী হিসেবে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রাস জয় করা পিয়ালী দেব কে সংবর্ধনা দেওয়া হয়।পিয়ালী দেব ৩রা আগস্ট, রাশিয়ার সময় ভোর ৬টায়, সফলভাবে আরোহণ করেছেন ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রাস। বিশ্বের সেভেন সামিটসের অন্যতম এই শৃঙ্গ জয়ের মাধ্যমে তিনি ত্রিপুরার প্রথম নারী হিসেবে গড়েছেন এক ঐতিহাসিক রেকর্ড।