
Aug 11, 2025
সোমবার কমলপুর এভারগ্রীন সামাজিক সংস্থায় আয়োজিত প্রহ্লাদ সিনহা স্মৃতি ২১ তম নক আউট প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টের শুভ আরম্ভ হয় কমলপুর কালীবাড়ি মাঠে । উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রীড়া মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব, কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, দুর্গা চৌমুহনী ব্লকের ভাইস চেয়ারম্যান সৌমিত্র গোপ এবং এভারগ্রীন সামাজিক সংস্থার কর্মকর্তাগণ। ২৪ টি টিমকে নিয়ে শুরু হয় এ বছরের টুর্নামেন্ট।