ত্রিপুরা
img

বিশ্রামগঞ্জ কান্ডে গ্রেফতার ছয়।

মুখ্যমন্ত্রীর নির্দেশে বিশ্রামগঞ্জ বাজারে গত মঙ্গলবার রাতে যাত্রী সহ বাস গাড়িতে আক্রমণ ও ভাংচুরের ঘটনায় বিশ্রামগঞ্জ থানা পুলিশের হাতে গ্রেফতার ছয় অভিযুক্ত‌।পুলিশ গোপন খবরের ভিত্তিতে বিশ্রামগঞ্জ বাজার সংলগ্ন এলাকা থেকে  ছয় অভিযুক্তকে গ্রেপ্তার করেন। সোমবার দুপুরে বিশ্রামগঞ্জ থানা থেকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে অভিযুক্তদের বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করে পুলিশ। অভিযুক্তরা হলো মণিকুমার দেববর্মা, রুদ্র দেববর্মা, রাজু দেববর্মা, বিমল দেববর্মা,অমিত দেববর্মা, বিদ্যাসাগর দেববর্মা, গ্রেফতার এই ছয় অভিযুক্ত বাস গাড়ির যাত্রীদের উপর আক্রমণ করে এবং গাড়ি ভাঙচুর করেন।