ত্রিপুরা
img

উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ

কল্যাণপুর মধ্য বাজারে একটি দোকানের ভিতর থেকে রতন বনিক নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বাজারের সকলের কাছে পরিচিত রতন বনিক দীর্ঘদিন ধরে ওই দোকানেই বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি কিছুদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। খবর পেয়ে কল্যাণপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হঠাৎ এই মৃত্যুর ঘটনায় বাজারে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।