ত্রিপুরা
img

জাতীয় সড়ক পরিদর্শনে নির্মান সংস্থার এম ডি

নির্মাণের দেড় দুই বছরের মাথায় বেহাল দশা জাতীয় সড়কের। এই  জাতীয় সড়ক নিয়ে রাজ্য জুড়ে সমালোচনার মুখে অবশেষে সম্ভবতঃ  ঘুম ভাঙলো রাজ্যে সরকারের। জাতীয় সড়কের  অবস্থা দেখতে এন এন এইচ আই ডি সি এল নির্মান সংস্থার এম ডি ও রাজ্য প্রশাসনের এক উচ্চ পদস্থ আধিকারিকদের পাঠালো সরকার।  ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত জাতীয় সড়কের এবার মনে হয় কিছুটা হলেও হাল ফিরতে পারে বলে আশা করছেন ভুক্তভোগী সাধারণ মানুষ। সোমবার এন এইচ ডি সি এল নির্মান সংস্থার এম ডি ডক্টর কিষান কুমার ও পূর্ত সচিব কিরণ গিত্যে খোয়াইয়ে এসে দুটি জাতীয় সড়কের ভগ্নদশা দেখলেন ।সাথে ছিলেন পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারেরা ও জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থা এন এইচ আই ডি সি এল-- র আধিকারিকগণ।পূর্ত দপ্তরের  সচিব কিরণ গিত্যে জানান যে, মুখ্যমন্ত্রীর নির্দেশেই তিনি জাতীয় সড়ক পরিদর্শনে আসেন।এদিন পূর্ত সচিব ২০৮ খোয়াই- কমলপুর জাতীয় সড়ক ও ১০৮খোয়াই--- আগরতলা জাতীয় সড়ক দুটি পরিদর্শন করেন।