
Aug 11, 2025
কমলপুরে বিদ্যুৎ মন্ত্রী এসেছেন অনুষ্ঠানে আমবাসা থেকে যাচ্ছিলেন ধলাই জেলার জেলা শাসক বিবেক এইচ বি। তবে জেলা শাসকের কনভয় দ্রুত গতিতে চলছিল হঠাৎ সুধারাম এলাকায় বাঁক নেওয়ার সময় উল্টো দিক থেকে আসা এক বাইক চালক কে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে বাইক থেকে ছিটকে পড়ে যায় বাইক চালক। জেলা শাসকের কনভয়ে থাকা পুলিশ কর্মীরা আহত ব্যক্তিকে ধলাই জেলা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে আহত ব্যক্তির চিকিৎসা চলছে। জানা যায় আহত ব্যক্তি ডলুছড়া এসবি স্কুলের শিক্ষক নির্মল দেবনাথ। ঘটনার সম্পর্কে অন্য একজন শিক্ষক এবং কনভয়ের গাড়ি চালক বিস্তারিত বলেন।