
নেশা ও বাল্যবিবাহ একটি সামাজিক অভিশাপ । পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন ,পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদ ,গ্রাম উন্নয়ন দপ্তর পূর্ত দপ্তর ,তথ্য ও সংস্কৃতি দপ্তর ,সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর, বিদ্যালয় শিক্ষা দপ্তর ও এইডস কন্ট্রোল সোসাইটির উদ্যোগে বাল্য বিবাহের প্রতিরোধ এবং নেশা মুক্ত ভারত গঠনের অঙ্গ হিসাবে জেলা ভিত্তিক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার গান্ধীগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ বিশিষ্ট অতিথিগণ। অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বলেন পয়সার লোভে ভব্য সভ্য সমাজে বিশিষ্ট ব্যক্তিরাও মাদক ব্যবসার সাথে যুক্ত রয়েছে। তাদেরকে চরম হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি ড্রাগস কারবারীদের চরম হুঁশিয়ারি দিলেন পাশাপাশি বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।