
কৈলাসহরের আরজিএম মহকুমা হাসপাতালে সদ্যোজাত শিশুমৃত্যুকে ঘিরে উঠা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করলেন প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ চিরঞ্জীব দেব। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান, বুল্টি দেবনাথ নামক প্রসূতি ১১ই জুলাই ভর্তি হন এবং ১২ই জুলাই সকালে সন্তান প্রসব করেন। পরবর্তীতে নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় এবং ১৩ই জুলাই বিকেলে তার মৃত্যু হয়। ডাঃ দেব অভিযোগ করেন, শিশুর। মৃত্যু সন্ধ্যায় ঘটলেও তার বাবা দুপুরেই সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে আরজিএম হাসপাতালকে দায়ী করেন, যা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি বলেন, “হয়তো হাসপাতালের উন্নয়নই কিছু দুষ্ট চক্রের সহ্য হচ্ছে না।”সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নার্স ফেরদৌসি বেগম, পিংকি সাহা সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা। সকলেই জানান, হাসপাতালকে কালিমালিপ্ত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই গুজব ছড়ানো হচ্ছে।ডাঃ দেব আশ্বাস দেন, “আরজিএম হাসপাতাল মানুষের বিশ্বাস ধরে রাখতে নিরলস কাজ করে যাবে।”