
ধর্মনগর থানায় বৃহস্পতিবার বজরং দলের পক্ষ থেকে সিপিআইএম নেতা শংকর প্রসাদ দত্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। বজরং দলের অভিযোগ, ১৩ জুলাই ২০২৫ তারিখে এক বক্তব্যে রামভক্ত প্রভু বজরংবলীর প্রতি শংকর প্রসাদ দত্ত কটূক্তিপূর্ণ ভাষা ব্যবহার করেন, যা হিন্দু সমাজের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানে।এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার ধর্মনগর থানায় বজরং দলের কর্মীরা উপস্থিত হন এবং অভিযুক্ত সিপিআইএম নেতার বিরুদ্ধে এফআইআর দাখিল করেন।বিষয়টি নিয়ে ধর্মনগর থানার তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পুলিশের এক অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।