
২০২১ সালের এডিসি নির্বাচনে ষড়যন্ত্রের শিকার হয়েছিল আইপিএফটি। কিন্তু ২০২৬ সালের এডিসি নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নামতে চলেছে আইপিএফটি। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী শুক্লাচরণ বলেন, আগরতলা প্রেস ক্লাবে আইপিএফটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২০২১ সালের এডিসি নির্বাচনে ষড়যন্ত্রের শিকার হয়েছিল আইপিএফটি। আগামী এডিসি নির্বাচনে দলের যথেষ্ট ভূমিকা থাকবে। আগামীদিনে দলকে আরও মজবুত করার লক্ষ্যে রণকৌশল তৈরী করা হবে। বিগত নির্বাচনের ফলাফলের তুলনায় ২০২৬ সালের এডিসি নির্বাচন দল ভালো ফলাফল করবে বলে আশাবাদি তিনি।
তার দাবি, আইপিএফটি ছেড়ে যারা অন্য দলের যোগদান করেছিলেন তারা দলে ফিরছে। প্রত্যেক দিনই জেলায় জেলায় আইপিএফটির যোগদান সভা অনুষ্ঠিত হচ্ছে।