
কংগ্রেস দল তার সংগঠনকে মজবুত করতে প্রতিদিনই বৈঠক করে চলেছে। বিশেষ করে আশীষ সাহা সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই সারা রাজ্য ঘুরে বেড়াচ্ছেন সংগঠনকে চাঙ্গা করার উদ্দেশ্যে। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে বামুটিয়া ব্লক কংগ্রেস নেতৃত্বদের নিয়ে এক বৈঠকে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন,বাজেট যখন পেশ করা হয় তখন বলা হয় করহীন বাজেট। পরবর্তীতে প্রতিবছরই সম্পদকর জলকর বিদ্যুৎ মাসুল ইত্যাদি সহ বিভিন্ন কর বৃদ্ধি করে জনসাধারণের উপর চাপিয়ে দিচ্ছে রাজ্য সরকার। পাশাপাশি বিভিন্ন দপ্তরের লাখ লাখ শূন্য পদে ইন্টারভিউ নেওয়া হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে চাকরি প্রদান করা হচ্ছে। কিন্তু সেই চাকরি প্রদান করতে গিয়েও নিয়োগপত্র তুলে দেওয়ার জন্য যে ব্যয় করা হচ্ছে তা খরচ না করে উন্নয়নে খরচ করলে রাজ্যবাসী উপকৃত হত। আগে অনেক সরকার ছিল রাজ্যে কিন্তু কখনো দেখা যায়নি এভাবে অনুষ্ঠান করে নিয়োগপত্র প্রদান করতে। আগে চাকরি হলে দফতরের মাধ্যমে নিয়োগ পত্র পৌঁছে যেত প্রার্থীদের বাড়িতে।