ত্রিপুরা
img

আবারো চুরি মোহনপুরে!

মোহনপুরে জাতীয় সড়কের পাশে বিকাশ চৌমুহনীতে রাতের অন্ধকারে টিনের ছাউনি কেটে দোকানে চুরি করে পালিয়ে যায় চোর।সিসিটিভি ক্যামেরাতে ধরা পরে চোর সহ চুরির সম্পূর্ণ চিত্র।বৃহস্পতিবার সকালে মালিক শিবুপদ দেব দোকান খুলতে এসে বুঝতে পারে দোকানে চুরি হয়েছে।সিসিটিভি ফুটেজ দেখে মালিক সনাক্ত করতে পারে অভিজিৎ দাস নামে এক যুবক এই চুরি কাজে লিপ্ত ছিল।সে ধলাই জেলা কমলপুর মরাছড়া গ্রামের বাসিন্দা।অভিজিৎ দাস নামের যুবকটি মোহনপুরে থেকে কাজ করতো সে-ই সুবাদে দোকান মালিক শিবুপদ দেব সহ আরও অন্যান্যদের কাছে পরিচিত ছিল। দোকান থেকে নগদ ১৫ থেকে ১৬ হাজার টাকা সহ একটি দামী  মোবাইল নিয়ে যায় চোর অভিজিৎ।আগেরদিন রাত্রিতে ব্যাবসার কাজ সেরে বাড়িতে যাবার সময় বৃষ্টি থাকায় টাকা ও মোবাইল দোকানের ক্যাশবাক্সতে রেখে চলে গিয়েছিল  দোকান মালিক শিবুপদ দেব।চুরির এই ঘটনাটিতে অভিযোগ জানানো হয় সিধাই থানা পুলিশের নিকট।