ত্রিপুরা
img

আনুষ্ঠানিকভাবে যোগদান আইপিএফটির দলে

ত্রিপুরার হেজামারা ব্লকের ১ নং সিমনা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন রাজনৈতিক দল থেকে দলবদল করে মঙ্গলবার  ১২৬টি পরিবার, অর্থাৎ ৩৭১ জন ভোটার আনুষ্ঠানিকভাবে আইপিএফটি (IPFT) দলে যোগদান করেন। এই যোগদান কার্যক্রমে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা আইপিএফটির সহ-সম্পাদক শুক্লাচরণ নোয়াতিয়া, হেজামারা ব্লকের BAC চেয়ারম্যান সুনীল দেববর্মা, এবং আইপিএফটির সহ-সম্পাদক বুদ্ধ দেববর্মা।
মাননীয় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া নিজ হাতে নতুন সদস্যদের দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান। তিনি বলেন, “আইপিএফটি সর্বদা আদিবাসী সমাজের অধিকার ও উন্নয়নের জন্য কাজ করে এসেছে এবং আগামী দিনেও সেই কাজ অব্যাহত থাকবে।  এই ব্যাপক দল বদলের ঘটনায় শিমনা বিধানসভা কেন্দ্রে রাজনৈতিকভাবে নতুন গতি সঞ্চার হয়েছে বলে মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা