
Jul 07, 2025
সোমবার বাংলাদেশ দেশ থেকে আগত শ্রী শ্রী রাম ঠাকুর কৈবল্যধামের ৭ম মোহন্ত মহারাজ কৈবল্যনাথ শ্রীমন্ত কালিপদ ভট্টাচার্যী বরকাঠাল স্তিত শ্রীশ্রী গুরুদেব শান্তি কালী আশ্রম পরিদর্শন করেন। তার পাশাপাশি তিনি পদ্মশ্রী স্বামী শ্রী চিত্তরঞ্জন মহারাজের সাথেও প্রজন্মমূলক সাক্ষাৎকার করেন। এদিন আশ্রমে ভক্তদের উপস্থিতি ছিল বেশ লক্ষনীয় । সাক্ষাৎকারের শেষে শ্রীমন্ত কালিপদ ভট্টাচার্যী ভক্তদের উদ্দেশ্যে বলেন এই আশ্রমে এসে খুবই আনন্দিত হলাম এবং তৃপ্তি পেলাম