ত্রিপুরা
img

তিরুপতি বালাজি মন্দিরের আদলে রাউৎখলা যুব সংস্থার দুর্গোৎসব

আসন্ন দুর্গোৎসবকে কেন্দ্র  করে বিশালগড় মহকুমায় এই সর্বপ্রথম বিশালগড়ের বনেদি ক্লাব গুলির মধ্যে অন্যতম ক্লাব বিশালগড় রাউৎখলা যুব সংস্থা ক্লাব এই বছরের দুর্গোৎসবকে সামনে রেখে সোমবার দুপুরে ক্লাব প্রাঙ্গণে সাংবাদিক সম্মেলন করে। সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে ২০২৫ সালে দুর্গোৎসবের আয়োজন তুলে ধরলেন পুজো কমিটি। ৩০ লক্ষ টাকা ব্যয়ে এবছর তিরুপতি বালাজি মন্দিরের অনুকরণে হচ্ছে ক্লাবের দুর্গোৎসব।এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রাউৎখলা যুব সংস্থা ক্লাবের সম্পাদক সৈকত সাহা, উপস্থিত পুজা কমিটির সম্পাদক মৃন্ময়ী সাহা, সভাপতি অনিমেষ সাহা, কোষাধক্ষ দেবজিৎ সাহা সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। তাছাড়া এবছর পঞ্চমীর দিনে পুজোর শুভ উদ্বোধন। তাছাড়া পূজোর দিনগুলিতে বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে পূজো কমিটি। বিশেষ করে দূর্গা পূজার প্রত্যেকটি দিনে এলাকার সমস্ত পরিবারে হাতে পুষ্পান্ন ভোগ তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। এবছরও তারা যেন সারা রাজ্যের মধ্যে প্রথম স্থান দখল করতে পারেন সেদিকে চিন্তাধারা রেখে এ বছরের দুর্গা পুজোর আয়োজন করতে চলেছেন। আসন্ন দুর্গোৎসবে প্রত্যেকটা দিনে রাজ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশে লোকেদের উপস্থিত থেকে এই দিন গুলোতে পুজো উপভোগ করার আহ্বান জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ সহ প্রজন কমিটি।