ত্রিপুরা
img

মেলাঘর হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে স্বেচ্ছায় রক্ত দান শিবির

সোমবার সোনামুড়া সাব ডিভিশনাল মেলাঘর হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে স্বেচ্ছায় এক রক্ত দানের আয়োজন করা হয়েছে।উক্ত শিবিরে হাসপাতালে স্টাফ এবং স্টাফ বিহীন মিলে মোট ২০ জন স্বেচ্ছায় রক্তদান করে, উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যেখানে মহিলারা একটা সময় রক্ত দিতে ভয় পেত, কিন্তু আজকে এই রক্তদান শিবিরে রক্ত দেওয়ার ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে।  রক্তদান সম্পর্কে মেলাঘর হাসপাতালের S,D,M,O,ডাক্তার রাজেশ দাস পুরো তথ্য তুলে ধরেন, তার পাশাপাশি তিনি বলেন, রক্তদানে কোন ভয় ভীতি নেই, যাদের প্রয়োজনীয় বয়স হয়েছে রক্তদান করার জন্য, তারা নির্ভয়ে রক্তদান করতে পারেন সে বিষয়ে বার্তা দেন।