
রাজ্য সরকারের পক্ষ থেকে পেনশনের জন্য বরাদ্দ টাকা পেলেও, তা অবসরপ্রাপ্ত কর্মচারীদের হাতে পৌঁছায়নি। টানা এক বছর আট মাস ধরে পেনশন থেকে বঞ্চিত প্রাক্তন কর্মীরা সোমবার টিটিএএডিসি মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান।
পেনশন থেকে বঞ্চিত প্রাক্তন কর্মীদের বিক্ষোভ থেকে একজন প্রবীণ কর্মচারী সংবাদমাধ্যমে বলেন।বিষ খেয়ে মরে যাবার জন্য বিষ কিনারও টাকা নেই। না হলে সবাইকে বিষ কিনার টাকা দিয়ে দিন, আমরা আত্মহত্যা করব।"এই মন্তব্যই প্রমাণ করে, অবসরপ্রাপ্ত কর্মচারীদের মধ্যে ক্ষোভ কতটা চরমে পৌঁছেছে।সূত্র অনুযায়ী, রাজ্য সরকার পেনশনের বরাদ্দ টাকা টিটিএএডিসি-কে দিয়েছিল এবং সেই টাকা পাওয়ার পরে স্যানকশন লেটারও ইস্যু করা হয়।তবে অভিযোগ, সেই বরাদ্দ টাকা অন্য খাতে খরচ করে দেয় প্রশাসন, ফলে ২০ মাস ধরে এক টাকাও পেনশন পাননি অবসরপ্রাপ্তরা।ক্ষুব্ধ কর্মচারীরা তিপ্রা মথার সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্যের দরবারেও হাজির হন। কিন্তু সেখান থেকেও কোনও কার্যকরী সিদ্ধান্ত বা আর্থিক সমাধান মেলেনি।সোমবার বিক্ষোভ শেষে অবসরপ্রাপ্ত কর্মচারীরা ADC প্রশাসনকে ৭ দিনের সময়সীমা দেন।তাঁদের হুঁশিয়ারি "পেনশনের টাকা না পেলে, রাজ্যের জনসাধারণকে সঙ্গে নিয়ে রাস্তায় নামবে।"
টিটিএএডিসি-র বিরুদ্ধে শুধু আর্থিক দুর্নীতিই নয়, অবসরপ্রাপ্ত কর্মচারীদের অভিযোগ – "না আছে ডেভেলপমেন্ট, না আছে এডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট।"এটাই প্রমাণ করে TTAADC-র ভেতরে এক গভীর অব্যবস্থা ও জনবিরোধী মনোভাব কাজ করছে, যার ভুক্তভোগী হচ্ছেন বছরের পর বছর রাজ্যের জন্য কাজ করে যাওয়া প্রবীণ কর্মীরা।এই ঘটনার প্রেক্ষিতে রাজ্যজুড়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এখন দেখার, তিপ্রা মথা পরিচালিত প্রশাসন এই সংকট থেকে কীভাবে বেরোয়, আর কতদিন অপেক্ষা করতে হবে পেনশনপ্রাপ্ত কর্মীদের।