
Jun 23, 2025
ফ্লিপকার্ড থেকে দীর্ঘ পাঁচ মাস যাবত বেতন বঞ্চিত অনলাইন ডেলিভারি জনজাতি শ্রমিকরা। সোমবার দুপুরে জম্পুইজলা শ্রম দপ্তর অফিসে বেতন পাওয়ার দাবিতে ডেপুটেশন প্রদান করেন। জানা যায় টাকারজলা বাজারের পাশে ফ্লিপকার্ট একটি অনলাইন অফিস রয়েছে। যে অফিসের আওতায় একাধিক জনজাতি শ্রমিকরা অনলাইন ডেলিভারির কাজ করেন। কিন্তু দীর্ঘ পাঁচ মাস যাবত বেতন বঞ্চিত জন জাতি শ্রমিকরা কোম্পানির আধিকারিকদের সাথে কথা বললে কোন সদুত্তর পায় নি। বাধ্য হয়ে জনজাতি শ্রমিকরা শ্রম দপ্তরে এ ডেপোটেশন প্রদান করে সংবাদ মাধ্যমের কাছে তাদের সমস্ত অভিযোগ তুলে ধরেন।