ত্রিপুরা
img

চার দিন ধরে হাসপাতালে নেই বিদ্যুৎ

চারদিন ধরে হাসপাতালে বিদ্যুৎ না থাকার ফলে হাসপাতালে পানীয়জলের তীব্র হাহাকার শুরু হয়েছে। হাসপাতালে জল না থাকার ফলে হাসপাতালে ভর্তি থাকা চিকিৎসাধীন রোগীরা চিকিৎসা পরিসেবা না নিয়ে হাসপাতাল থেকে ছুটি নিয়ে চলে যাচ্ছেন। এতকিছুর পরও বিদ্যুৎ পরিসেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সম্পুর্ন উদাসীন। সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকেও এব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ঘটনা কৈলাসহরের কনিকা মেমোরিয়াল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ঊনকোটি জেলাসদর কৈলাসহর মহকুমার বিভিন্ন এলাকায় বিগত চার দিন ধরে বিদ্যুৎ পরিসেবা স্বাভাবিক নয়। বিশেষ করে, কৈলাসহরের সিঙ্গিরবিল এডিসি ভিলেজ এলাকায় অবস্থিত কনিকা মেমোরিয়াল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিদ্যুৎ পরিসেবা স্বাভাবিক না থাকার ফলে হাসপাতালে আসা রোগীরা প্রচন্ড নাজেহালের শিকার হচ্ছেন। এব্যাপারে কনিকা মেমোরিয়াল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মরত চিকিৎসক ডক্টর দেবাশীষ দেববর্মা জানান যে, চারদিন ধরে হাসপাতালে বিদ্যুৎ না থাকার ফলে হাসপাতালে রোগীদের পরিসেবা দেওয়া যাচ্ছে না। এমনকি কি হাসপাতালে বিদ্যুৎ না থাকায় হাসপাতালে ভর্তি থাকা রোগীরা বাথরুম কিংবা টয়লেটে ব্যবহার করার জন্য জল পাচ্ছেন না। হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা জল না থাকায় বিভিন্ন ইকুপমেন্ট জল দিয়ে পরিস্কার করতে পারছে না। হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্ন করা যাচ্ছে না। তাছাড়া হাসপাতালে পানীয়জলেরও তীব্র হাহাকার শুরু হয়েছে। গোটা হাসপাতালের পাশাপাশি হাসপাতাল কমপ্লেক্সের কাছেই অবস্থিত হাসপাতাল কোয়ার্টারেও পানীয়জলের তীব্র হাহাকার শুরু হয়েছে। হাসপাতাল কোয়ার্টারে হাসপাতালের চিকিৎসক সহ প্রায় দশ পরিবার স্বাস্থ্য কর্মীরা থাকেন। উনারা চারদিন ধরে পানীয়জল না পেলেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে পানীয়জল সরবরাহ করা হচ্ছে না। চিকিৎসক ডক্টর দেবাশীষ দেববর্মা হাসপাতালে বিদ্যুৎ না থাকার ফলে হাসপাতালে চিকিৎসা পরিসেবায় বিঘ্ন ঘটছে সে খবর বিদ্যুৎ পরিসেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের স্থানীয় অফিসে জানানোর পরও সাই কম্পিউটার লিমিটেডের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি বলেও জানান। তাছাড়া স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকদেরও এব্যাপারে জানানো হয়েছে বলে ডক্টর দেবাশীষ দেববর্মা জানান। উল্লেখ্য, কনিকা মেমোরিয়াল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ডক্টর দেবাশীষ দেববর্মা ও ভুপেশ দেববর্মা সহ দুই চিকিৎসক এবং পাঁচজন নার্স মিলে গোটা হাসপাতালের চিকিৎসা পরিসেবা দিয়ে যাচ্ছেন। সিংগিরবিল, ফুলতলী, জারুলতলী, ধনবিলাশ এই গ্রাম পঞ্চায়েতের প্রায় তিন হাজার মানুষ এই কনিকা মেমোরিয়াল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে নিয়মিত ভাবে চিকিৎসা পরিসেবা পেয়ে যাচ্ছেন। কিন্তু বিগত চার দিন ধরে হাসপাতালে বিদ্যুৎ না থাকার ফলে হাসপাতাল থেকে কোনো ধরনের চিকিৎসা পরিসেবা বিগত চার দিন না পাওয়ায় সংশ্লিষ্ট পাঁচটি গ্রামে ক্ষোভ বিরাজ করছে। কনিকা মেমোরিয়াল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মতো একটি গুরুত্বপূর্ণ হাসপাতালে চার দিন ধরে বিদ্যুৎ না থাকলেও মাথাব্যথা নেই বিদ্যুৎ পরিসেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের কর্মকর্তাদের