ত্রিপুরা
img

উদয়পুর বদরমোকামের রাস্তা বন্ধ করে দিয়েছে এলাকাবাসী

দীর্ঘ একবছরের উপর হয়েছে উদয়পুর পৌর পরিষদের সাত এবং আট নম্বর ওয়ার্ডের বদরমোকামের রাস্তা সংস্কার ও জল যাবার জন্য ড্রেইনের ব্যবস্থা নেই। ফলে সামান্য বৃষ্টি হলে রাস্তায় হাঁটু সমান জল জমে যায়। ফলে এলাকার লোকজন যাতায়াত করতে ভিষন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এনিয়ে বহুবার উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে ও নেওয়া হয়েছে রাস্তা ও ড্রেইন নির্মাণের জন্য।যত বার রাস্তা ও ড্রেইন নির্মাণের জন্য বলা হচ্ছে ততবারই বলা হচ্ছে ইতিমধ্যে ই কাজ শুরু হবে।অথচ গত এক বছর ধরে রাস্তা সংস্কার ও রাস্তার জল যাবার জন্য ড্রেইন নির্মাণের কাজ হচ্ছে না। ফলে বাধ্য হয়ে সোমবার সকালে এলাকাবাসী বদরমোকামের রাস্তায় বাঁশ ফেলে রাস্তা অবরোধ করে রেখেছে। ফলে এই এলাকা দিয়ে যানবাহন থেকে শুরু করে লোকজন চলাচল করতে পারছে না।এলাকা বাসির অভিযোগ এলাকার পৌর পরিষদের কাউন্সিলর গন আসতে  হবে এবং রাস্তা ও ড্রেইন নির্মাণের জন্য অতিদ্রুত কাজ শুরু করতে হবে।