
আবারো নেশা বিরোধী অভিযানে খবরের শিরোনামে পি আর বাড়ি থানা। রবিবার ৯৬ কেজি গাঁজা উদ্ধার করলো পিআর বাড়ি থানা। নেশার সাম্রাজ্য খ্যত রাজনগর বিধানসভায় চলছে সব ধরনের নেশার রমরমা বাণিজ্য।সর্ষের মধ্যেই ভূত থাকায় তা কিছুতেই বন্ধ করা যাচ্ছে না, প্রতিনিয়ত চলছে অভিযান নেশা কারবাড়িরা এটাকে কিছুতেই তোয়াক্কা করছেন না, চলছে চোর পুলিশ খেলা ঘটনার বিবরণে জানা যায় রবিবার এসআই সুজিত সরকার এবং এসআই হরিলাল দাস সহ পুলিশ কর্মীরা রাঙ্গামুড়া নাকা পয়েন্ট যানবাহন তল্লাশীর দায়িত্ব পালন করছিল, ঠিক সে সময় টহল রত অবস্থায় পুলিশ রা দেখতে পান ভবানীপুরের দিক থেকে দ্রুতগতিতে একটি অটো রিক্সা সামনের দিকে আসছে সে অনুযায়ী পুলিশ অটোটিকে থামানোর চেষ্টা করলে অটো রিক্সা চালক সাথে সাথে, অটোটি রাস্তার মাঝে নিউটন নিয়ে আবার ভবানীপুরের দিকে ছুটতে থাকে, পুলিশের সন্দেহ হওয়াতে অটো রিক্সাটি কে পুলিশ ধাওয়া করে ,এবং অটো রিস্কাটিকে আটক করতে সক্ষম হয়। কিন্তু চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন। পুলিশ তল্লাশি চালিয়ে অটো রিক্সা থেকে ৯৬ প্যাকেট গাঁজা উদ্ধার করে। জানা যায় আটকৃত গাজার পরিমান ৯৬ কেজি। অটো রিস্কার রেজিস্ট্রেশন নাম্বার ইঞ্জিন নাম্বর সেসিস নাম্বার বিকৃত , কিছুই দৃশ্যমান নয়। পি আর বাড়ি থানা মামলা নং ২০২৫ পি আর বি ০১৯,ইউ/এস ২০ (বি) (আই আই) (সি )২৫/২৯ এনডিপিএস মামলা নিয়ে তদন্ত শুরু করেছেন। পি আর বাড়ি থানার ওসি রতন রবিদাস বিস্তারিত তথ্য তুলে ধরেন।