ত্রিপুরা
img

কৈলাসহর ইসবপুর গ্রাম পঞ্চায়েতের রাস্তার বেহাল অবস্থা

কৈলাসহর গৌরনগর ব্লকের অধীনে ইসবপুর গ্রাম পঞ্চায়েতের ভিতর পাখিরবাদা স্কুল সংলগ্ন রাস্তাটির বেহাল অবস্থা। ওই এলাকায় প্রায় ১৫০ থেকে ২০০ পরিবারের মত লোক বসবাস করছে, সামান্য বৃষ্টি দিলেই জলকাদায় একাকার হয়ে যায় উক্ত রাস্তাটি। স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে এলাকাবাসীরা লিখিতভাবে এবং মৌখিকভাবে জানানোর পরও কোন ভূমিকা গ্রহণ করেনি। কার্যত একপ্রকার বাধ্য হয়ে এলাকাবাসীরা আজ রাস্তা সংস্কার কাজে হাত লাগায়। এলাকাবাসীদের অভিযোগ কচিকাচাদের স্কুলে যাওয়া একপ্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, মুমূর্ষ রুগি কিংবা গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যাওয়া একপ্রকার দুষ্কর হয়ে দাঁড়ায়। যানবাহন চলাচল করা একপ্রকার ওই রাস্তা দিয়ে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে পাশাপাশি প্রতিদিন ঘটছে ওই এলাকায় দুর্ঘটনা। এলাকাবাসীরা দাবি তুলেছে যাতে দ্রুত সেই রাস্তাটি সংস্কার করে দেয় সংশ্লিষ্ট দপ্তর নতুবা ওরা আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে হুশিয়ারি দেয়।