ত্রিপুরা
img

পিতা পুত্রের ধারালো অস্ত্রের আঘাতে আহত এক

ঘটনার বিবরণে কাঞ্চনপুর মহকুমার অন্তরর্গত অহল্যাপুর গ্রামের স্থানীয় বাসিন্দা তথা আহত যুবকের বড় ভাই লব মালাকার সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে যানান যে গত ১২  মে সোমবার রাতে উনার ছোট ভাই বিশ্বজিৎ মালাকার কাঞ্চনপুর বাজার থেকে বাড়িতে আসলে পারিবারিক কোনো একটি বিষয় নিয়ে প্রথমে স্ত্রীর সাথে ঝগড়া বাদে এবং পরবর্তী সময়ে স্ত্রী অভিমান করে কন্যা সন্তানকে সাথে নিয়ে বাপের বাড়ির উদ্দেশ্য চলে যায় ।। স্ত্রীকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য স্বামী বিশ্বজিৎ মালাকার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওয়ানা দিলে মাঝ রাস্তায় রাতের আধারে প্রতিবেশী নবদ্বীপ নমঃ এবং উনার ছেলে বিজয় নমঃ লোহার রড এবং দা নিয়ে বিশ্বজিৎ মালাকারের মাথায় এবং পায়ে আঘাত করে ।। আঘাতের যন্ত্রণায় বিশ্বজিৎ মালাকারের চিৎকারে পদ্মাবতী নাথ সহ পাড়া-প্রতিবেশীরা ছুটে এসে আহত বিশ্বজিৎ মালাকারকে উদ্ধার করেন এবং পরবর্তী সময় চিকিৎসার জন্য কাঞ্চনপুর মহকুমার হাসপাতালে নিয়ে যাওয়া হলে আহত বিশ্বজিৎতের মাথায় ১০টা সেলাই লাগে ।। এদিকে অভিযোগ ঘটনার পরবর্তী সময় নবদ্বীপ নমঃ এবং উনার ছেলে বিজয় নমঃ সেই লোহার রড এবং দা নিয়ে পদ্মাবতী নাথের বাড়িতে যায় এবং আহত বিশ্বজিৎকে উদ্ধার করার জন্য পদ্মাবতী নাথের সাথে শ্লীলতাহানি করে। । এদিকে ঘটনার পরের দিন অর্থাৎ ১৩ ই মে বিশ্বজিৎ মালাকারের বড় ভাই লব মালাকার এবং পদ্মাবতী নাথ ন্যায় বিচারের আশায় কাঞ্চনপুর থানায় নবদ্বীপ নমঃ এবং উনার ছেলে বিজয় নমঃর নামে দুটি পৃথক পৃথক লিখিত অভিযোগ দায়ের করেন কিন্তু ৫ দিন অতিক্রান্ত হওয়ার পরও আসামিকে ধরতে ব্যর্থ কাঞ্চনপুর থানার পুলিশ তাই শনিবার ন্যায় বিচারের আশায় উত্তর জেলার এসপি মহোদয়ের নিকট আবারও দুটি পৃথক পৃথক লিখিত অভিযোগ জানিয়েছেন আহত বিশ্বজিৎ মালাকারের বড় ভাই লব মালাকার এবং প্রতিবেশী পদ্মাবতী নাথ ।। তবে এখন দেখার বিষয় অভিযোগ পাওয়ার পর কি পদক্ষেপ গ্রহণ করেন উত্তর জেলার এসপি মহাশয়