ত্রিপুরা
img

মাতা মনমোহিনী মহাদেব মন্দিরের উদ্বোধন করবেন দেবকিনন্দন মহারাজ

আগামী ২৭ শে মে ভারতবর্ষের স্বনামধন্য আধ্যাত্মিক গুরু মথুরার মহারাজ দেবকি নন্দন  মাতা ত্রিপুরাসুন্দরীর পুন্য ভুমিতে পদার্পণ করবেন । আগরতলার মলয়নগর স্থিত রবিপাড়ায় শান্তি কালী আশ্রমে ভব্য মন্দির স্থাপিত হয়েছে সেই মন্দির মহারাজ দেবকি নন্দন মহারাজের হাত ধরে শুভ উদ্বোধন হবে । আজ সাংবাদিক সম্মেলন করে সকল সনাতনী ধর্মের মানুষদের অনুষ্ঠানে উপস্থিত থেকে এক ঐতিহাসিক সাক্ষী রচনা করার আহ্বান জানান মন্দির কমিটি। প্রস্তুতি কমিটির কনভেনার সুকেশ কলই  জানান এই অনুষ্ঠানকে ঘিরে তারা একটি শক্তিশালী কমিটি তৈরি করেছে। বিভিন্ন ধাপে ধাপে মোট আটটি কমিটি তৈরি করা হয়েছে অনুষ্ঠানকে ঘিরে। প্রস্তুতি কমিটির কনভেনার আরো জানান ২৬ তারিখ দেবকি নন্দন জি প্রথমেই ত্রিপুরাতে এসে মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে যাবেন এবং ২৭শে মে শান্তি কালী আশ্রমে পদার্পণ করবেন।  সেখানে ১০জন কুমারী মেয়েদের পূজা করা হবে এবং শান্তি কালি আশ্রমের মহারাজ চিত্ত মহারাজের হাত ধরে মহা যজ্ঞ অনুষ্ঠান এবং অনুষ্ঠানের শুভ সূচনা করা হবে।