
রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে ঘটল বড়সড় রদবদল। রাজ্যপালের আদেশ এবং ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরামর্শক্রমে আই পি এস শ্রী অনুরাগকে ত্রিপুরা পুলিশের নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে স্থায়ীভাবে নিযুক্ত করা হয়েছে। এতদিন তিনি এই পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছিলেন।
রাজ্যপালের আদেশ এবং ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরামর্শক্রমে আই পি এস শ্রী অনুরাগকে ত্রিপুরা পুলিশের নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে স্থায়ীভাবে নিযুক্ত করা হয়েছে।নতুন ডিজি-কে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি তার দক্ষ নেতৃত্বে রাজ্যের আইনশৃঙ্খলাকে আরও মজবুত করবেন বলে আশাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। শ্রী অনুরাগ ১৯৯৪ সালের ভারতীয় পুলিশ সার্ভিসের ক্যাডার । পেশাগত জীবনে তিনি নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এর আগে ত্রিপুরা পুলিশের মহাপরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন আইপিএস অফিসার অমিতাভ রঞ্জন ।শ্রী অনুরাগ ফুড টেকনোলজিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন মাইসোরের CFTRI থেকে। এরপর তিনি ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে পুলিশ ম্যানেজমেন্টে মাস্টার্স এবং NALSAR বিশ্ববিদ্যালয় থেকে সাইবার অপরাধে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেন। এছাড়াও, তিনি আমেরিকার ACFE থেকে সার্টিফায়েড ফ্রড এক্সামিনার (CFE) হিসেবেও স্বীকৃতি পেয়েছেন। তিনি ১৯৯৫ থেকে ২০০৩ সাল পর্যন্ত ত্রিপুরার লংথারাই ভ্যালিতে এসডিপিও এবং পশ্চিম ও দক্ষিণ ত্রিপুরায় জেলা পুলিশ সুপার হিসেবে কাজ করেছেন। ২০০৩-০৪ সালে জাতিসংঘের কসোভো মিশনে আন্তর্জতিক দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তী বছরগুলোতে বেন্দ্রীয় নির্দেশনায় সিবিআই-তে এসপি এবং ডিআইজি পদে কাজ করেন। ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত ত্রিপুরায় আইজিপি পদে ছিলেন তিনি। এরপর দীর্ঘ সাত বছর কেন্দ্রীয় সংস্থাগুলিতে BPR&D, CISF ও সিবিআই-তে যুগ্ম পরিচালক ও অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। উল্লেখযোগ্যভাবে তিনি ১৯৮৪ সালের অ্যান্টি-শিখ দাঙ্গা মামলার তদন্তের জন্য গঠিত বিশেষ তদন্তদল-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সৎ ও দক্ষ প্রশাসনিক কৃতিত্বের জন্য তিনি পুলিশ মেরিটোরিয়াস সার্ভিস মেডেল এবং প্রেসিডেন্টস পুলিশ মেডেল ফর ডিস্টিংগুইশড সার্ভিস-এ ভূষিত হয়েছেন। ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর তিনি এডিজিপি ত্রিপুরা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১ জানুয়ারি ২০২৪ থেকে ডিজি ইন্টেলিজেন্স হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এডিজিপি পদেরও দায়িত্ব সামলেছেন। এই অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতেই বর্তমানে তিনি ত্রিপুরা পুলিশের সর্বোচ্চ পদে স্থায়ীভাবে নিযুক্ত হলেন।