ত্রিপুরা
img

বাইকের তীব্র গতি কেড়ে নিলো এক মাঝ বয়সী ব্যাক্তির প্রাণ।

বাইকের ধাক্কায় মৃত্যু হলো মাঝ বয়সী এক ব্যাক্তির। আহত দুই বাইক আরোহী। ঘটনা ঊনকোটি জেলার ফটিকরায় থানাধীন তেঘরি এলাকায়। বাইক চালককে গ্রেপ্তার করেছে ফটিকরায় থানার পুলিশ। ঘটনায় শোকের ছায়া এলাকায়।বাইকের তীব্র গতি কেড়ে নিলো এক মাঝ বয়সী ব্যাক্তির প্রাণ। সঙ্গে আহত হলেন বাইকে থাকা চালক সহ আরো একজন। ঘটনা শনিবার রাতে ঊনকোটি জেলার ফটিকরায় থানাধীন তেঘরি এলাকায়। ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার বাইক চালক সহ আটক ঘাতক বাইকটি। এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া।
মৃতের নাম অবিনাশ দাস। আহত হলেন বাইক চালক সহ আরো একজন। পুলিশ সুত্রে জানাগাছে এদিন ফটিকরায় থেকে কৈলাশহরের দিকে TR-06D-9131 নম্বরের একটি পালসার এনএস বাইক নিয়ে যাচ্ছিলো উরাং টিলা এলাকার বাসিন্দা প্রবাস উরাং এবং মিলন উরাং। তখনই তেঘরি এলাকায় রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিল অভিনাশ দাস নামের এক ব্যবসায়ী। অভিযোগ দ্রুত গতিতে যাওয়া বাইকটি পেছন থেকে সজোরে ধাক্কা মারে তাকে। এতে মাথায় আঘাত লেগে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পরে অবিনাশ দাস। এদিকে বাইক থেকে ছিটকে পরে আহত হন বাইক চালক প্রবাস উরাং এবং তার সহযোগী মিলন উরাং। খবর পেয়ে দমকল বাহিনী ছুটে গিয়ে তাদের উদ্ধার করে ফটিকরায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অবিনাশ দাসকে মৃত বলে ঘোষনা করেন। এদিকে সুনিদৃষ্ট ধারায় একটি মামলা লিপিবদ্ধ করে বাইক চালক প্রবাস উরাংকে গ্রেপ্তার করে এবং ঘাতক বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন ফটিকরায় থানার ওসি পার্থ নাথ ভৌমিক।