ত্রিপুরা
img

কুমারঘাটে সংবিধান বাঁচাও কর্মসূচি করলো প্রদেশ কংগ্রেস

কুমারঘাটে সংবিধান বাঁচাও কর্মসূচী করলো প্রদেশ কংগ্রেস। পাবিয়াছড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে আয়োজিত সর্বভারতীয় কর্মসূচীতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সহ রাজ্য ও জেলা স্তরের নেতৃত্বরাগত মে মাসের তেরো তারিখ থেকে সর্বভারতীয় কর্মসূচীর অঙ্গ হিসেবে ত্রিপুরার জেলা স্তরে সংবিধান বাচাঁও অভিযান শুরু করেছে ভারতের জাতীয় কংগ্রেস। এর ফলশ্রুতিতে শনিবার রাজ্যের ঊনকোটি জেলায় সংবিধান রক্ষার্থে মিছিল ও সভা করলো কংগ্রেস। কুমারঘাটের পাবিয়াছড়া ব্লক কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এই কর্মসূচী।দেশের বর্তমান সরকার সংবিধানকে পদদলীত করছে বলে অভিযোগ করেন নেতৃত্ব। সংখ্যালঘু, দলীত,পশ্চাৎপদ ও আদিবাসী অংশের মানুষের মৌলিক অধিকারকে রক্ষা করতে এই কর্মসূচী চালিয়ে যাচ্ছে কংগ্রেস। আগামী দিনেও এই আন্দোলন জারি থাকবে বলে কর্মসূচীতে অংশ নিয়ে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা
এদিন পাবিয়াছড়ার দলীয় অফিসের সামনে থেকে কর্মী সমর্থকদের এক সুবিশাল মিছিল বের হয়ে পরিক্রমা করে শহরের বিভিন্ন পথ। সবার সাথে মিছিলে পা মেলান প্রদেশ সভাপতি আশিষ কুমার সাহা, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নিলকমল সাহা, প্রদেশ কংগ্রেসের সাধারন সম্পাদক তরুন সাহা, পাবিয়াছড়া ব্লক কংগ্রেস সভাপতি অসিত দেব সহ অন্যান্যরা। সভাকে ঘিরে এদিন জোরদার করা হয়েছিলো নিরাপত্তা ব্যাবস্থা।