ত্রিপুরা
img

সাতচাঁদ ব্লকের কনফারেন্স হলে ক্রীড়া সামগ্রী বিতরণ।

শনিবার সকাল ১১ টায় সাতচাঁদ ব্লকের কনফারেন্স হলে ক্রীড়া সামগ্রী বিতরণ কে কেন্দ্র করে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন সাতচাঁদ ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রবাস লোদ এছাড়া উপস্থিত ছিলেন সাতচাঁদ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনুপম দাস সহ ব্লকের অন্যান্য আধিকারিকরা এবং ২৪টা গ্রাম পঞ্চায়েত ও ১৫ ভিলেজ কাউন্সিলের সচিবরা। আজ এই বিতরণ অনুষ্ঠানে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কাউন্সিলকে একটি করে ফুটবল,ভলিবল ও ভলিবল খেলার নেট দেওয়া হয়। দক্ষিণ জেলার জেলাশাসকের উদ্যোগে গ্রীষ্মকালীন ভ্যাকেশনের মধ্যে ছাত্র-ছাত্রীরা যেন সময় নষ্ট না করে পড়াশোনার ফাঁকে খেলাধুলায় মনোনিবেশ করে সেই লক্ষে আগামী ২০শে মে থেকে ৭ই জুন পর্যন্ত মোট ২১দিন সাতচাঁদ ব্লক এলাকায় চারটি জোনে মধ্যে সাতটি মাঠে ফুটবল,ভলিবল,কভাডি ও খুকু খেলা অনুষ্ঠিত হবে। এই গ্রীষ্মকালীন খেলাধুলার শিবির কে সফল করার লক্ষ্যে সাতচাঁদ ব্লকের কনফারেন্স হলে আলোচনা করা হয়  আজ এই বিষয়েই সংবাদমাধ্যমের সামনে সাতচাঁদ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অনুপম দাস বিস্তারিত তুলে ধরেন।