
আগুনে লেলিহান শিখায় সর্বস্বান্ত একটি পরিবার।ঘটনাটি ঘটে বিলোনিয়া বিধানসভার অন্তর্গত মাইছড়া গাছবাড়িয়া এলাকায়।
ভয়ংকর আগুনে পুড়ে ছাই সর্বস্ব। ঘটনা বিলোনিয়ার মাইছড়া গাছবাড়িয়া এলাকায়। সর্বস্বান্ত পরিবারের কর্তার নাম বিনয় মজুমদার।তার ঘরে ছিল প্রচুর রাবার, নগদ চার লক্ষ টাকা গ্যাসের সিলিন্ডার সহ বহু মূল্যবান সামগ্রী। সবই পুড়ে ছাই।জানা যায় রাস্তা খারাপ থাকার কারণে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি ঢুকতে দেরি হয়ে যায় ফলে বিনয় বাবুর সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। সর্বসান্ত হয়ে গেছে তার পরিবারটি।খবর পেয়ে বিনয় মজুমদারের বাড়িতে যান বিধায়ক দীপঙ্কর সেন, সিপিআইএম মহকুমা সম্পাদক বিজয় তিলক সিপিএম অঞ্চল সম্পাদক মানিক বিশ্বাস, সহ সিপিআইএম অন্যান্য নেতৃত্বরা। সর্বস্বান্ত বিনয় বাবুর পাশে থাকবেন বলে তারা আশ্বাস দিয়েছেন। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে।