
কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্ম জয়ন্তী উপলক্ষে চারদিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে
যোগেন্দ্রনগরের কাজী নজরুল ইসলাম একাডেমী এন্ড রিসার্চ ফাউণ্ডেশন। চারদিনব্যাপী অনুষ্ঠানের শেষের দিন অনুষ্ঠান মঞ্চে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা
যোগেন্দ্রনগরের কাজী নজরুল ইসলাম একাডেমী এন্ড রিসার্চ ফাউণ্ডেশন, এ বছর কবির ১২৫ তম জন্মবার্ষিকীর সমাপ্তি ও ১২৬ তম জন্ম জয়ন্তী উপলক্ষ্যে চারদিন ব্যাপী "কবি নজরুল মিলন মেলা ও সাংস্কৃতিক সমারোহে"র আয়োজন করেছে। আগামী ২৩ থেকে ২৬ মে, যোগেন্দ্রনগর রেন্টার্স সোসাইটির ক্লাব প্রাঙ্গণে হবে এই সমারোহ।
শান্তিনিকেতন থেকে বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক কিশোর রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে ১২ জনের এবং সুর নন্দন ভারতী, কলকাতা থেকে ঋতীস রঞ্জন চক্রবর্তীর তত্ত্বাবধানে ১৩ জনের সাংস্কৃতিক প্রতিনিধি দল আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এছাড়া, আসাম থেকে তিন চারজনের প্রতিনিধি দল এবং পার্বতী ত্রিপুরার বিশিষ্ট শিল্পী-সাহিত্যিকগণ এই মিলনমেলা ও সাংস্কৃতিক সমারোহে অংশগ্রহণ করবেন।
তাছাড়া অনুষ্ঠানে শিশু কিশোরদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতার ব্যবস্থা রাখা হয়েছে। এটি হবে ২৪ মে সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত। এই দিনেই বহু ভাষিক কবি সম্মেলন হবে বিকাল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত। তাছাড়া, থাকছে নজরুল সংগীতের উপর কর্মশালা। ২৫ এবং ২৬ মে সকাল ১১টা থেকে ২টা পর্যন্ত হবে এই কর্মশালা। প্রশিক্ষণ দেবেন বিশ্বভারতী থেকে আগত সংগীতের অধ্যাপক মানস ভুল।এই মিলন মেলার বিশেষ বৈশিষ্ট্য হলো- শান্তিনিকেতনের স্টল। এই স্টলে সোনাঝুরি হাটের বিভিন্ন সামগ্রী পাওয়া যাবে। স্থানীয় স্টল তো থাকবেই।
এই সামগ্রিক কর্মকাণ্ডের কাণ্ডারী হিসেবে থাকবেন কাজী নজরুল ইসলাম একাডেমি এন্ড রিসার্চ ফাউণ্ডেশনের সভাপতি তথা বিধায়ক ও মেয়র দীপক মজুমদার। এছাড়াও থাকবেন আগরতলা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ পালিত। বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী, বরিষ্ঠ আইনজীবী সুব্রত সরকার, বরিষ্ঠ সাংবাদিক এবং আগরতলা প্রেসক্লাবের সহ-সভাপতি চিত্রা রায় সহ অন্যান্যরা। চার দিনের অনুষ্ঠানে
২৪ মে সকাল ৫টায় শুরু হবে প্রভাতফেরী। রেন্টার্স সোসাইটি ক্লাব প্রাঙ্গণ থেকে বনকুমারী কালীবাড়ি পর্যন্ত এবং সেখান থেকে প্রভাত ফেরী ফিরে আসবে ক্লাব প্রাঙ্গণে।
২৪,২৫ এবং ২৬ মে এই তিন দিন আনুষ্ঠানিকতা থাকবে বিকাল ৫টা থেকে ৬.৩০ মিনিট পর্যন্ত। ২৪ মে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ২৫ মে থাকবেন বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল এবং ২৬ মে উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার।