
অহল্যাবাঈ হোলকার প্রায় ৩০০ বছর আগে মালওয়ার রাজ্যের শাসন ক্ষমতা নিজের হাতে নিয়ে এক অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। একজন সুদক্ষ নারী শাসক হিসেবে আজকের দিনেও তিনি সমান প্রাসঙ্গিক। তার চিন্তাধারা গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিতে বিজেপির তরফ থেকে নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। রাজ্যেও এই মহীয়সী নারীর চিন্তা ধারা ছড়িয়ে দিতে ২১ থেকে ৩১ মে পর্যন্ত বেশ কিছু কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচিকে সফল করতে শনিবার প্রদেশ বিজেপি ভবনে অনুষ্ঠিত হলো এক কর্মশালা।
৩০০ বছর আগে ৩১ মে জন্ম নিয়েছিলেন অহল্যাবাঈ হোলকার। অসীম সাহসী নারী শাসক ছিলেনঅহল্যাবাঈ হোলকার। স্বামীর মৃত্যুর পর অপরিসীম দক্ষতায় সব রকমের অসন্তোষ, বিদ্রোহ দমন করে তিনি মালওয়ার রাজ্যের শাসনভার নিজ হাতে তুলে নেন। প্রায় ত্রিশ বছর ধরে তিনি মালওয়ার শাসন করেন। এ সময়ে শিক্ষা, সংস্কৃতি, ব্যবসাবাণিজ্য, প্রাচুর্য ইত্যাদি সব ক্ষেত্রেই রাজ্যের অভাবনীয় অগ্রগতি সাধিত হয়। সেই পুরুষ শাসিত সমাজে অতি সাধারণ পরিবারে জন্ম নেয়া এই অহল্যাবাঈ শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে সক্ষম হন। একজন সুদক্ষ শাসক হিসেবে দেশে-বিদেশে তার নাম আর সুখ্যাতি ছড়িয়ে পড়ে।
নিজ রাজ্যে সুখ-শান্তি প্রতিষ্ঠা ছাড়াও তিনি শিক্ষা-দীক্ষা, ব্যবসাবাণিজ্য, প্রাচুর্য ও প্রভাব প্রতিপত্তির দিক থেকে নিজ রাজ্য মালওয়ারকে একটি সমৃদ্ধ অঞ্চলে পরিণত করেন। অহল্যাবাঈ হোলকার তার ত্রিশ বছরের শাসনামলে অযোধ্যা, মথুরা, রামেশ্বরসহ নানা স্থানে ধর্মশালা প্রতিষ্ঠা করেন। মুঘলদের সঙ্গেও তিনি সদ্ভাব রক্ষা করেন। অহল্যাবাঈ শিল্প সাহিত্যের পরিচর্যা করতেন। শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত মানুষের জন্য তার দুয়ার সব সময়েই খোলা ছিল। বিদ্বান এবং বিদ্যানুরাগীদের তিনি সম্মান করতেন, পৃষ্ঠপোষকতা করতেন। এ লক্ষ্যে তিনি বহু শিক্ষা এবং সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলেন। শিপ্রা নদীর তীরে তিনি গড়ে তোলেন দৃষ্টিনন্দন সব প্রতিষ্ঠান- যা স্থাপত্য কলায় যোগ করে নতুন মাত্রা। তিনি রাজ্যে কলকারখানা তৈরিতেও অবদান রাখেন। তিনিই সে এলাকায় প্রথম টেক্সটাইল কারখানা স্থাপন করেন।তার শাসনামলে মালওয়ার সুখ-শান্তিতে ভরপুর ভারতবর্ষের এক সমৃদ্ধশালী অঞ্চলে পরিণত হয়।
১৭৯৫ সালের ১৩ আগস্ট ৭০ বছর বয়সে মহারানি অহল্যাবাঈ হোলকার মারা যান। এবার এই অহল্যাবাঈ হোলকারকে নিয়েই দেশব্যাপী প্রচারে নামছে বিজেপি। ৩১ মে তার জন্মদিন কে সামনে রেখে গোটা দেশে বিজেপির তরফ থেকে নেওয়া হয়েছে একাধিক কর্মসূচি। রাজ্যেও অহল্যাবাঈয়ের চিন্তাধারা ছড়িয়ে দেবার উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য ২১ থেকে ৩১ মে পর্যন্ত একাধিক কর্মসূচি পালন করবে বিজেপি এদিন প্রদেশ বিজেপি ভবন থেকে জানালেন দলের সহ-সম্পাদক অমিত রক্ষিত।