ত্রিপুরা
img

আবারো সড়ক দুর্ঘটনায় আহত দুই।

বীরচন্দ্র মনু এলাকায় বাইক ও ট্রাকের সংঘর্ষে আহত দুই।ঘটনার বিবরনে জানাযায় শনিবার মনপাথর সাপ্তাহিক বাজার সেরে ঘরে ফেরার পথে বীরচন্দ্র মনু এলাকায় বিলোনিয়া শান্তির বাজারের যাতায়াতের রাস্তার মুখে একটি  বাইক ও  মালবাহী ট্রাকের সঙ্গে  সংঘর্ষ ঘটে।  এতে করে বাইকে থাকা দুইব্যক্তি জাতীয় সড়কে ছিটকে পরে গিয়ে গুরুতর আহত হয়। জানাযায় বাইকটি দ্রুতগতিতে থাকার ফলে এই দুর্ঘটনাটি ঘটে।  দুর্ঘটনায় আহতরা হল পতিছড়ী মুড়াসিং পাড়ার বাসিন্দা ফাল্গুন মুড়াসিং ও বিশ্বজিৎ মুড়াসিং।  দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা ।আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।   দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছায়  মনপাথর ফাঁড়ী থানার পুলিশ।  পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত করছে।