
সাতসকালে চড়িলাম বাজারে আগুন, প্রবল বৃষ্টির মধ্যেও আগুন দমেনি। শনিবার সকালবেলায় হঠাৎ আগুন লেগে যায় চড়িলাম বাজারের একটি দোকানে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে, পুড়ে ছাই হয়ে যায় দোকানটি।স্থানীয়রা জানান, ঘটনার শুরুতেই ফায়ার সার্ভিসে বারবার ফোন করা হলেও কোনও সাড়া পাওয়া যায়নি। অভিযোগ, ফোন বন্ধ ছিল। বহু চেষ্টার পরে বিশালগড় ও বিশ্রামগঞ্জ থেকে দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানের সমস্ত মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে।ক্ষতিগ্রস্ত দোকানদার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “সব শেষ হয়ে গেল। আগুন যেমন পুড়িয়েছে, তেমনই পোড়ায়নি যে কেউ সাড়া দেয়নি।”প্রশাসনের এমন দায়িত্বহীনতায় ক্ষুব্ধ স্থানীয়রা। তাঁরা প্রশ্ন তুলেছেন— জরুরি মুহূর্তে যদি ফায়ার সার্ভিসের ফোন বন্ধ থাকে, তবে নিরাপত্তা কোথায়?এই ঘটনা ফের একবার তুলে ধরল— শুধু আগুন নয়, অবহেলাও প্রাণঘাতী।