ত্রিপুরা
img

ফের ধর্মনগরে দুঃসাহসিক চুরি

ফের ধর্মনগরে দুঃসাহসিক চুরি কাণ্ড। দিন-দুপুরে হাতিয়ে নিলো গৃহস্তের  সর্বস্ব।ঘটনা শুক্রবার বারোটা নাগাদ উত্তর ত্রিপুরা  জেলার ধর্মনগর শহরের আলগাপুরে।জানা যায়, আলগাপুর গ্রাম পঞ্চায়েতের ১নং ওয়ার্ডে এই দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে।স্থানীয় বাসিন্দা দেবজিৎ চক্রবর্তীর বাড়িতে ঘটে এই চুরি ঘটনা। জানা গেছে, চোরের দল ঘরের দরজা ভেঙে প্রায় নগদ বারো হাজার টাকা এবং সোনার গয়না নিয়ে চম্পট দেয়। ঘটনার সময় গৃহস্থ দেবজিৎ বাবু কর্মসূত্রে ধর্মনগর জেলা হাসপাতালে ছিলেন এবং তাঁর বাবাও নাকি  বাড়িতে ছিলেন না।পরে পাশের বাড়ির লোকজন চুরির ঘটনা প্রত্যক্ষ করে তৎক্ষণাৎ দেবজিৎ বাবুকে ফোন যোগে খবর দেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ধর্মনগর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।দিন দুপুরে এমন ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।এদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চুরির ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং দুষ্কৃতীদের দ্রুত ধরার চেষ্টা চলছে।অন্যদিকে স্থানীয় বাসিন্দারা পুলিশি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি তুলেছেন।