ত্রিপুরা
img

আটক দুই ড্রাগস পেডেলার

অসম থেকে হেরোইন নিয়ে ধর্মনগরে পাচারের সময় দিঘলবাক এলাকায় পুলিশের জালে ধরা পড়লো দুই ড্রাগস পেডেলার। ঘটনা শুক্রবার বিকেল পাঁচটা নাগাদ। জানা যায় এদিন বিকেলে  স্কুটি নিয়ে দুই যুবক একটি ব্যাগের ভেতর করে হেরোইন নিয়ে ধর্মনগর শহরে প্রবেশ করবে এমন খবর রয়েছে ধর্মনগর থানার পুলিশের নিকট। যথারীতি এই খবরের উপর ভিত্তি করে আগে থেকেই পুলিশ দিঘলবাক থেকে কালাছড়া মূল সড়কের উপর ওৎ পেতে থাকে।ঠিক তখনই ড্রাগস পাচারকারী দুই যুবক স্কুটি নিয়ে আসে এবং পুলিশ তাদের দাঁড় করিয়ে তল্লাশি করতেই দুটি সাবানের বাক্সে থাকা বাইশ গ্ৰাম হেরোইন জব্দ করে।যার কালো বাজারী মূল্য প্রায় ষাট হাজার টাকা হবে বলে জানান ওসি।এদিকে একান্ডে ধৃত দুই যুবকের নাম জোহন শুক্লবৈদ্য(২৫) ও রাজদ্বীপ  চাষা(২১)। দুজনের বাড়ি ধর্মনগর থানাধীন আলগাপুর গ্ৰামের ৬নং ওয়ার্ডে।ওসি জানান,ধৃত দ্বয়ের বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি মামলা দায়ের করে শনিবার আদালতে সোপর্দ করা হবে।