ত্রিপুরা
img

নোয়াগাঁও তুইরাজ কামি হাই স্কুলে অনুষ্ঠিত মাই স্কুল মাই প্রাইড

শুক্রবার মোহনপুর মহকুমাধীন নোয়াগাঁও তুইরাজ কামি হাই স্কুলে অনুষ্ঠিত মাই স্কুল মাই প্রাইড  কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ ও কৃষি মন্ত্রী রতন লাল নাথ।এই সময় মন্ত্রী ছাত্র ছাত্রীদের ভবিষৎ পরিকল্পনা সম্পর্কে কথা বলেন,বিভিন্ন পরামর্শ দেন ছাত্র ছাত্রীদের পাশাপাশি মন্ত্রী ছাত্র ছাত্রীদের প্রতিভা দেখে অভিভূত হন।এবং কৃতীদের সংবধনা প্রদান করেন।এবং উক্ত স্কুলের নতুন  ভবন ও মাঠের জমি পরিদর্শন করেন।এই সময় মন্ত্রী রতন লাল নাথ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ছাত্র ছাত্রীদের প্রতি প্রতিদিন স্কুলে আসার আহ্বান করেন এবং বলেন তুমরা যাই হতে চাও তার জন্য পড়াশোনা খুব দরকার,ভালো ভাবে পড়াশোনা করতে হবে।